প্রশাসন-জনগণ বন্ধুত্বে জঙ্গিবাদ মোকাবেলা সম্ভব

প্রশাসন-জনগণ বন্ধুত্বে জঙ্গিবাদ মোকাবেলা সম্ভব
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৬, ১৮:৫৭:১০
প্রশাসন-জনগণ বন্ধুত্বে জঙ্গিবাদ মোকাবেলা সম্ভব
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
প্রশাসনের সাথে জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারলে জঙ্গিবাদ মোকাবেলা করা সম্ভব বলে মন্তব্য করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির।
 
শুক্রবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর বিধবাপল্লিতে বিধবাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
 
শাহরিয়ার কবির বলেন, প্রশাসনের সাথে জনগণের দূরত্ব থাকলে জঙ্গিবাদ মোকাবেলা করা সম্ভব নয়। তাই জনগণের সাথে প্রশাসনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। এক্ষেত্রে প্রশাসনকেই সবার আগে এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
 
এসময় অতিরিক্ত এটর্নি জেনারেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর(প্রশাসন) মুক্তিযোদ্ধা জিয়াদ-আল-মালুম, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, সদস্য এরোমা দত্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ই্উএনও) তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি নাজিমউদ্দিন আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে সোহাগপুর গ্রামের বিধবাপল্লির ৩০ জন বিধবাকে একটি শাড়ি, একটি চাদর ও তিন হাজার করে টাকা দেয়া হয়। 
 
বিবার্তা/সানী/নাজিম
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com