বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমা থেকে বাংলাদেশের ছয়টি মাছ ধরার ট্রলারসহ ১০২ জেলেকে আটক করেছে ভারতের কোস্টগার্ড।
শনিবার বাংলাদেশ সামুদ্রিক মৎস্য অধিদফতরের পরিচালক নাসির উদ্দিন এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে বাংলাদেশের ছয়টি মাছ ধরার ট্রলার ভারতীয় জলসীমায় প্রবেশ করলে সে দেশের কোস্টগার্ড ১০২ জন বাংলাদেশী জেলেসহ ট্রলারগুলো আটক করে। ট্রলারগুলো হচ্ছে- এফবি আবদুল্লাহ, এফবি মা গঙ্গা, এফবি ফরহাদ, এফবি আল্লারদান, এফবি নাহিদ ও এফবি কুসুম।
নাসির উদ্দিন আরও জানান, আটক জেলে ও ট্রলারগুলো ভারতীয় কোস্টগার্ডের কাছে রয়েছে। ট্রলারগুলোর মালিক এবং আটক জেলেদের পরিচয় নিশ্চিত হতে দেশের বিভিন্ন অঞ্চলের ট্রলার মালিক সমিতিকে মৎস্য অধিদফতরের পক্ষ থেকে বিষয়টি অবহিত করা হয়েছে।
এদিকে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানিয়েছেন, এফবি মা গঙ্গা ট্রলারের মালিক পিরোজপুর পারেরহাটের জাল ব্যবসায়ী ও আড়ৎদার রাধেশ্যাম বাবু। অন্য ট্রলারগুলোর মালিকের নাম এখনও জানা যায়নি।
বিবার্তা/আমিন/রয়েল