পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে সুদেব দাস (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার রাতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেয়ার পথে তিনি মারা যান।সুদেব দাস কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার বাসিন্দা।
কলাপাড়া থানার ওসি জিএম শাহ নেওয়াজ জানান, শনিবার রাত ৮টায় কুয়াকাটা সড়কের শেখ কামাল সেতুর নীলগঞ্জ প্রান্তে সুবেদ মোটরসাইকেল চালানো শিখছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
বিবার্তা/নাজিম/লিয়ন