সিলেটে তুচ্ছ ঘটনায় পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ১০

সিলেটে তুচ্ছ ঘটনায় পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ১০
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৬, ০১:১৯:০০
সিলেটে তুচ্ছ ঘটনায় পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ১০
সিলেট ব্যুরো
প্রিন্ট অ-অ+
সিলেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার দিনগত রাত সোয়া ১০টার দিকে নগরীর আম্বরখানায় এ ঘটনা ঘটে।
 
পুলিশ ঘটনাস্থল থেকে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মাসুদ কামাল সুফিসহ পাঁচ নেতাকর্মীকে আটক করেছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, হযরত শাহজালালের (র.) এর ওরস উপলক্ষে রাতে আম্বরখানা পয়েন্ট থেকে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত যানচলাচল বন্ধ করে দেয় পুলিশ। ঘটনার সময় আম্বরখানা পয়েন্টের ব্যারিকেড ভেঙে মোটরসাইকেল নিয়ে যেতে চান ছাত্রলীগ নেতা সুফি। পুলিশ বাধা দেওয়ায় ওই ছাত্রলীগ নেতা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ লেগে যায়।
 
এ সময় ছাত্রলীগের উত্তেজিত নেতাকর্মীরা সুনামগঞ্জ সড়কের যানবাহন ভাঙচুর করেন।
 
সংঘর্ষে এসআই শাহীন, এএসআই আজিজ, ফরহাদ, কনস্টেবল আব্বাস আহত হন। তাদের পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 
 
বিবার্তা/ইডি/ইফতি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com