ঠাকুরগাঁওয়ে মোহাম্মদ আলী (২৯) নামে এক যুবলীগ নেতাকে ছুরিকাঘাত করে ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে শহরের গোবিন্দনগর এলাকার পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ আলী শহরের টিকাপাড়া এলাকার মৃত শাহাবুদ্দিন সাকুর ছেলে। তিনি ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান জানান, সন্ধ্যায় অটোরিকশা ব্যবসার ২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে শহরের দিকে আসছিলেন মোহাম্মদ আলী। পথে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এলে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
তিনি আরো জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিবার্তা/ইফতি