ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি জায়গা ও পৌরসভার খাল দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার পৌর সদরের পাট বাজারে পৌর পানি নিষ্কাশনের একমাত্র খালটি দখলে চলে যাচ্ছে। খালের পাশের জমির মালিকরা তাদের কেনা জায়গার সাথে খাল ভরাট করে সেখানে নির্মাণ করছেন বহুতল ভবন।
স্থানীয় পৌরবাসী জানান, খালটি এভাবে দখলে চলে যাওয়া ও ভরাট হওয়ায় বর্ষা মৌসুমে খালের দুইপাশে জলাবদ্ধার সৃষ্টি হচ্ছে।
খালের পাশে একটি নির্মাণাধীন বহুতল ভবনের মালিক আব্দুল জলিলের কাছে জানাতে চাইলে তিনি বলেন, আমি আমার কেনা সম্পত্তির উপরই ভবনটি নির্মাণ করেছি। ভবনের টয়লেটটি শুধু খাস জায়গায় পড়ে থাকতে পারে। খালের পারের সবাই খালের জায়গা দখলে নিলেও কেউ কোনদিন অভিযোগ করেনি। আমার দখল অবৈধ হলে সবাই তো অবৈধ দখলদার। এরপরও আমার জানা মতে ওই দাগে কোন খাস জমি নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার জানান, বিষয়টি নিয়ে ইতিপূর্বে তিনি কোন অভিযোগ পাননি। তবে বিষয়টি দেখার জন্য উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেয়া হবে।
বিবার্তা/আনোয়ার/নাজিম