ময়মনসিংহে দৈনিক ব্রহ্মপুত্র পত্রিকা অফিসে হামলা ও ভাংচুর করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত দশটার দিকে তারা অফিসটিতে তাণ্ডব চালায়।
এ সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মী আবু সালেহ মূসা ও দেশ টিভির ইলিয়াস আহম্মদকে মারধর করা হয়।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছে
দেশ টিভির সংবাদকর্মী ইলিয়াস জানান, নগরীর গাঙ্গিনারপাড়ের অলকা নদী বাংলা শপিং কমপ্লেক্সের পাশেই ভাড়া করা বাড়িতে ওই দৈনিকের অফিস। ওই বাড়ির মালিকের সঙ্গে জুয়েলারি ব্যবসায়ী মালেক মোহাম্মদ শহীদুল্লাহ’র বিরোধ চলে আসছিল।
বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই ওই বাড়ির মালিক আব্দুর রহিমকে মারপিট করে ওই জুয়েলারি ব্যবসায়ীর নেতৃত্বে সন্ত্রাসীরা। এ খবরে ওই দু’সাংবাদিক ঘটনাস্থলে যান। এ খবর পুনরায় সন্ত্রাসীদের কাছে পৌঁছালে তারা পত্রিকা অফিসটিতে গিয়ে হামলা ও ভাংচুর করে এবং দুই সংবাদ কর্মীকে মারপিট করে।
কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
বিবার্তা/ইডি/ইফতি