ভোলার মনপুরার মেঘনায় জেলেদের মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হামলা ও দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। একটি ট্রলারসহ জেলে রাকিব মাঝিকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা।
দস্যুদের হামলায় আহত হয়েছেন ৫ জন।
বৃহস্পতিবার মধ্যরাত ১২টার দিকে মেঘনার জাগলার চর সীমানায় এ ডাকাতির ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন জেলেরা।
অপহৃত জেলে ও ট্রলার উদ্ধারে মনপুরা থানা পুলিশের একটি টিম চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পুলিশ ও স্থানীয় জেলেরা জানান, মনপুরা উপজেলার সোহরাব মাঝির ট্রলার নিয়ে ৬ জেলে মেঘনায় ইলিশ শিকার করছিলেন। জাগলার চর এলাকায় একদল দস্যু জেলেদের চারদিক থেকে ঘিরে ফেলে অতর্কিত হামলা চালায়। জেলেরা প্রতিহত করতে চাইলে তাদের ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে।
এক পর্যায়ে ৫ জেলেকে নদীতে ফেলে দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে অপর জেলে রাকিব মাঝিকে ট্রলারসহ অপহরণ করে নিয়ে যায় দস্যুরা। পরে অন্য ট্রলারের জেলেরা ৫ জেলেকে উদ্ধার করেন।
মনপুরা থানার ওসির দায়িত্বে থাকা এসআই তোফাজ্জল হোসেন বলেন, অপহৃত জেলেকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এদিকে একের পর এক ডাকাতির ঘটনায় মেঘনার জেলেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। গত এক মাসে অন্তত ১৫টি ডাকাতির ঘটনায় অপহৃত হন কমপক্ষে ২০ জন জেলে। তাদের মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা হয়েছে।
ইলিশ ধরার মৌসুমে মেঘনায় দুর্ধর্ষ জলদস্যু আলাউদ্দিন ও রুবেল বাহিনীর উপদ্রপ বেড়ে গেছে বলে অভিযোগ করেছেন জেলেরা।
বিবার্তা/ইডি/ইফতি