নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সাধুয়ারকান্দা গ্রামে শিউলী আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের সাধুয়ারকান্দা গ্রামে জয়নাল মিয়ার স্ত্রী শিউলী আক্তারের লাশ সকালে নিজ বাড়ির আঙ্গিনায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী জয়নাল মিয়া পলাতক।
বারহাট্টা থানার ওসি সালেমুজ্জামান জানান, নিহত গৃহবধূর গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
বিবার্তা/নাজিম/লিয়ন