ময়মনসিংহের ত্রিশালে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বিয়ে বন্ধ করলো ভ্রাম্যমাণ আদালত। এসময় আদালত দুইজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। শুক্রবার দুপুরে উপজেলার ধানীখোলা ইউনিয়নের বাউয়ালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানায়, বাউয়ালিয়া পাড়ার আব্বাছ আলীর মেয়ে তাহমিয়ার (১৩) সাথে ত্রিশাল ইউনিয়নের পাচপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে সেলিমের বিয়ের আয়োজন করা হয়। এমন সংবাদের ভিত্তিতে ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বর ও কনের বাবাকে আটক করে নিয়ে আসে। পরে আদালত বাল্যবিবাহ আইনে বরের বাবা আব্দুল খালেক ও কনের বাবা আব্বাছ আলীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটি স্থানীয় ধানীখোলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
বিবার্তা/নোমান/নাজিম