দিনাজপুরের হিলিতে অভিযান চালিয়ে ভারতীয় ১৬০ পিস চোরাই শাড়ি উদ্ধার করেছে বিজিবি। শনিবার ভোরে সীমান্তের চুড়িপট্টি এলাকা থেকে শাড়িগুলো উদ্ধার করা হয়।
বিজিবি হিলির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার মো. রফিকুল ইসলাম জানান, ভোরে বিজিবি সদস্যরা চুড়িপট্টি মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সেখানে পড়ে থাকা ৪টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৬০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।শাড়িগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকা।
বিবার্তা/নাজিম/লিয়ন