জঙ্গিবাদ প্রতিরোধে জনমত গড়ার লক্ষে ময়মনসিংহে গণঅনশন কর্মসূচি পালন করেছে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)।
শনিবার সকালে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এ কর্মসূচি পালিত হয়। বিকেলে সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরো জানানো হয়, এনডিএফ ময়মনসিংহ বিভাগের আহ্বায়ক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন-সংগঠনটির স্টিয়ারিং কমিটির সদস্য মহিউদ্দীন আহমেদ।
এসময় অন্যান্যের মধ্যে এনডিএফ মো. হামিদুর রহমান, ডা. মো. নাসির উদ্দিন, শফিকুল ইসলাম, বাবুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিবার্তা/নাজিম/লিয়ন