বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ করেছে কমিউনিটি পুলিশিং ফোরাম। বুধবার বিকেলে উপজেলার কালিশ-পুনাইল হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভাটগ্রাম ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন থানার ওসি আব্দুর রাজ্জাক। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ার হোসেন রানা, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, পৌর কমিউনিটি পুলিশিং উপদেষ্টা সভাপতি মহসিন আলী, পৌর সভাপতি মুক্তার হোসেন বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান।
বিবার্তা/নাজিম/লিয়ন