স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব খলিল আহমদ কর্তৃক জারিকৃত এক আদেশে নীলফামারী পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও ১নং প্যানেল মেয়র শামসুল হককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
গত ১৮ আগস্ট তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (যার স্মারক নং ৪৬.০০.০০০০.০৬৩.২৭.০০৬.১৬-৯৭৮) জানা যায়, প্যানেল মেয়র শামসুল হকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা রয়েছে। তাই স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১ এর উপ ধারা (১) মোতাবেক শামসুল হককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
তবে স্থানীয় সরকার (পৌরসভা) আইনে মেয়র অথবা কাউন্সিলরদের বিরুদ্ধে ফৌজদারী মামলার অভিযোগপত্র থাকলে ও বিজ্ঞ আদালতে গৃহীত হলে তাকে সাময়িক ভাবে বরখাস্ত করার বিধানও রয়েছে এ আইনে।
বিবার্তা/সুমন/জিয়া