সাত দিনব্যাপী বাংলা খেয়াল সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার শুরু হয়েছে। সন্ধ্যায় ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমীতে কর্মশালা উদ্বোধন করেন কর্মশালার মুখ্য প্রশিক্ষক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক আজাদ রহমান।
এসময় ৮৩ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বগত বক্তব্য দেন, জেলা কালচারাল অফিসার আরজু পারভেজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কার্যকরী কমিটির সদস্য সারোয়ার জাহান।
কর্মশালার আয়োজন করেছে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমী এবং সর্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী। অনুষ্ঠানে কর্মশালার সহ-প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ওস্তাদ করিম শাহাব উদ্দিন ও প্রশিক্ষণ সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক আলিফ লায়লা।
বিবার্তা/আনোয়ার/কাফী