শেরপুর জেলার সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে দুদু মিয়া (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার সিংঙ্গাবরুনা ইউনিয়নের জুলগাঁও পাহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
বালিঝুড়ি সদর বিটের বিট অফিসার নুবস চন্দ্র হাজং জানান, সীমান্তে হাতি তাড়াতে স্থানীয় কৃষকরা পালাক্রমে পাহারা দেয়ার জন্য একটি টংডেরা তৈরি করেন।
বৃহস্পতিবার রাতে ওই টংডেরা ঘরে পাহারা দিতে গিয়ে ঘুমিয়ে পড়েন দুদু মিয়া। এ সময় সীমান্ত অতিক্রম করে গভীর রাতে ভারতের গারো পাহাড় থেকে এক দল হাতি এসে তাকে পিষ্ট করে এবং ক্ষেতের কচি ধানগাছ খেয়ে যায়।
রেঞ্জ কর্মকর্তা তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিবার্তা/নাজিম/লিয়ন