নাটোরের সিংড়ায় কলম ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় নজরুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় সিংড়া থানায় ১১ জনের নামে এবং অজ্ঞাত আরো ছয় জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহত নজরুল ইসলামের ভাই সাহাদুল ফকির বাদী হয়ে বৃহস্পতিবার রাতে এই মামলা দায়ের করেন।
পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নজরুল ইসলাম পার্শ্ববর্তী নাজিরপুর বাজারে দুধ বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পাঙ্গাশিয়া এলাকায় একা পেয়ে পূর্ব বিরোধের জের ধরে নাঈম ও তার মামা হাফিজুলসহ কয়েকজন নজরুলকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে সে মারা যায়।
এ ব্যাপারে নিহত নজরুলের ভাই শাহাদুল ফকির বাদী হয়ে নাঈমসহ ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ছয়জনকে অভিযুক্ত করে বৃহস্পতিবার রাতেই সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।
এ ব্যপারে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মণ্ডল বলেন, অভিযুক্তরা পলাতক রয়েছে। তবে তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/জুবায়ের/নিশি