সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মো. কিবরিয়া (৩৮) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মানিকাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাচোল থানার ওসি ফাছির উদ্দীন জানান, তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু ও খোলা কাগজের সাংবাদিক আব্দুর রব নাহিদসহ চারজনের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২৮ আগস্ট নাচোল থানায় মামলা করা হয়।
বিবার্তা/জাকির/নাজিম