ঠাকুরগাঁওয়ের আমানতুল্লাহ ইসলামী একাডেমি স্কুল অ্যান্ড কলেজে জঙ্গিবাদবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় স্কুলটির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আমানতুল্লাহ ইসলামী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সামসুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইউসুফ আলী। এসময় অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক সামিমুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে সচেতন হবার আহবান জানান।
বিবার্তা/সাজু/নাজিম