দেশব্যাপী চলমান জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শপথ নিয়েছে নীলফামারীর চড়াইখোলা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিষ্ঠান চত্ত্বরে ‘জঙ্গিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্য বিরোধী’ মানববন্ধন ও সমাবেশে এই শপথ নেন তারা। শপথ বাক্য পাঠ করান প্রতিষ্ঠানের বিদ্যালয় শাখার সহকারী প্রধান শিক্ষক রাশেদুল হাসান নয়ন।
এর আগে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সেখানে কলেজের অধ্যক্ষ আব্দুর রহীমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান।
জঙ্গিবাদ বিরোধী আরো বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক তাজুল ইসলাম বসুনিয়া, প্রতিষ্ঠানের দাদ্বশ শ্রেণীর ছাত্রী আরজু আক্তার তামান্না ও দশম শ্রেণীর ছাত্র নুরুজ্জামান প্রমুখ।
এদিকে একই সময় নীলফামারী সরকারি মহিলা কলেজ, সরকারি কলেজ ও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্য বিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিবার্তা/সুমন/নিশি