অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা প্রদানসহ নানা অভিযোগে নাটোরের একতা ক্লিনিককে দুই লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে শহরের বড় হরিশপুর এলাকায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা প্রদান, পর্যাপ্ত চিকিৎসক না থাকা, অনুমোদনের বাইরে অতিরিক্ত বেড ব্যবহারসহ বিভিন্ন অভিযোগে ক্লিনিক মালিক মো. শহিদুল ইসলামকে আটক করা হয়।
র্যাব-৫ এর নাটোরের দায়িত্বরত এএসপি মিজানুর রহমান জানান, শনিবার দুপুরে শহরের হরিশপুর এলাকায় একতা ক্লিনিকে অভিযান চালায় র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারক জাহাঙ্গীর আলম ক্লিনিক মালিককে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়। তাৎক্ষণিক জরিমানা দেয়ায় তাকে মুক্তি দেয়া হয়।
বিবার্তা/জুবায়ের/নাজিম