বান্দরবানের আলীকদম উপজেলায় সেনাবাহিনীর অভিযানে দুটি এসবিবিএল বন্দুকসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার দুর্গম পাহাড়ি আমতলী পাড়া থেকে এসব অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে নগদ টাকা, চশমা, জলপাই রঙের ইউনিফর্ম ও রাবারের তৈরি গুলতি ছাড়াও নিত্য ব্যবহার্য জিনিস পত্র।
সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কয়েক জন পাহাড়ি সন্ত্রাসী আলীকদম উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরে আমতলী মুরু পাড়ার কাছাকাছি অবস্থান নেয়। এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর উপ-অধিনায়ক মেজর মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানের বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের নিত্য ব্যবহার্য জিনিস পত্র ও অস্ত্র পার্শ্ববর্তী জঙ্গলে ফেলে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরা এসব অস্ত্র-সরঞ্জাম উদ্ধার করে আলীকদম থানায় হস্তান্তর করে।
বিবার্তা/আরমান/যুথি