সিরাজগঞ্জের কাজীপুর থেকে মা-মেয়েসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সুইসাইড বা আত্মঘাতী স্কোয়াডের সন্দেহভাজন চার নারী সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার রাত আড়াইটার দিকে উপজেলার বড়াইগ্রাম থেকে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বড়াইগ্রামের আবু সাঈদের স্ত্রী ফলেরা খাতুন (৪৫), দুই মেয়ে শাকিলা খাতুন (১৮) ও সালমা খাতুন (১৬) এবং একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রাজিয়া (৩৫)। তাদের কাছ থেকে জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান।
পুলিশ জানায়, রবিবার রাতে বড়াইতলা গ্রামের চিহ্নিত জেএমবি নেতা ফরিদুলের বাড়িতে গোপন বৈঠককালে মা-মেয়েসহ চার নারী জেএমবি সদস্যকে আটক করে। জেএমবির আত্মঘাতী স্কোয়াডের এই নারী সদস্যরা জিহাদের উদ্দেশ্যে হিজরতে যাওয়ার জন্যও প্রস্তুত ছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল।
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
বিবার্তা/আছিয়া/নিশি