হরতালে সাড়া নেই চট্টগ্রামে

হরতালে সাড়া নেই চট্টগ্রামে
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩৫:৩০
হরতালে সাড়া নেই চট্টগ্রামে
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+
মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝোলানোর প্রতিবাদে জামায়াতের ডাকা অর্ধদিবস হরতালে সাড়া নেই চট্টগ্রামে।  
 
সোমবার সকাল ৬টা হরতাল শুরু হয়। সকালে যানচলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়তে শুরু করে। শহরের প্রধান সড়কগুলোতে গণপরিবনের সংখ্যা ছিলো চোখে পড়ার মতো। হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের মিছিল-সমাবেশ, পিকেটিংয়ের কোনো খবর পাওয়া যায়নি। 
 
দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা সবই খোলা দেখা গেছে। চট্টগ্রাম বন্দর থেকেও পণ্যবোঝাই পরিবহন স্বাভাবিকভাবে বের হতে দেখা গেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পাঠদান কার্যক্রম চলছে।
 
অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. রেজাউল মাসুদ জানান, হরতাল এখন আর জনজীবনে কোনো প্রভাব ফেলতে পারে না। তাছাড়া যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ  সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। 
 
বিবার্তা/নাজিম/লিয়ন
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com