নাটোরের নলডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া (৩৮) ও তার বাবা জামায়াতকর্মী জালাল উদ্দিনকে (৬৫) আটক করেছে পুলিশ।
সোমবার ভোরে উপজেলার ছাতারভাগ গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক হয়।
নলডাঙ্গা থানার ওসি মোস্তফা কামাল জানান, আটক উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া নলডাঙ্গা উপজেলা জামায়াতের যুগ্ম সম্পাদক এবং নাটোর সিটি কলেজে আরবি সাহিত্যের প্রভাষক হিসেবে কর্মরত।
এর আগে তিনি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন এবং তার বাবা জালালউদ্দিন মোহাম্মদ ইউনুস আলী উপজেলা জামায়াতের একজন কর্মী।
তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগসহ জামায়াতের ডাকা সোমবার (৫ সেপ্টেম্বর) অর্ধদিবস হরতালে নাশকতার পরিকল্পনা করার অভিযোগ পাওয়া গেছে।
বিবার্তা/জুবায়ের/নাজিম