রাজশাহীতে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) সংবাদ সম্মেলন। ফারাক্কার কবল থেকে বাংলাদেশকে বাঁচানোর দাবিতে সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ার প্রস্তুতি নিচ্ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। কিন্তু এসময় অনুমতি না থাকার অভিযোগে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে গিয়ে বাঁধা দেন। পুলিশের বাঁধার মুখে সংবাদ সম্মেলন পণ্ড হয়ে যায়।
এর আগে, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী এ সংবাদ সম্মেলন পদ্মা নদীতে লঞ্চে হওয়ার কথা ছিল। কিন্তু এতেও পুলিশের অনুমতি মেলেনি। এরপরই নগরীর ওই রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে নগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম বলেন, ‘ফারাক্কার নামে তারা সরকার বিরোধী প্রচারণা চালাতেন বলে আমাদের কাছে তথ্য ছিল। সেজন্য সংবাদ সম্মেলন বন্ধ করে দেয়া হয়েছে।’
বিবার্তা/রিমন/নিশি