চুয়াডাঙ্গায় ধারালো চাপাতি, ছুরি ও ফেনসিডিলসহ সাব্বির আহমেদ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের তমালতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সাব্বির আহমেদ দামুড়হুদা উপজেলার দর্শনার পুরাতন বাজার পাড়ার আব্দুল খালেকের ছেলে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজে ব্যবস্থাপনা শাখার প্রথম বর্ষের ছাত্র।
পুলিশ জানায়, সোমবার রাতে একটি টহল দল চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে টহল দিচ্ছিলো। এ সময় সাব্বির আহমেদ পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশও তার পিছু ধাওয়া করে তাকে আটক করে।
পরে তার দেহ তল্লাশি করে তার সাথে থাকা দুটি হ্যান্ড ব্যাগের ভেতর থেকে একটি ধারালো চাপাতি, একটি ছুরি এবং চার বোতল ফেনসিডিল পাওয়া যায়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, আটককৃত যুবকের কাছ থেকে উদ্ধার হওয়া ছুরি ও চাপাতির দেখে ধারণা করা হচ্ছে তিনি কোনো নাশকতা করতে ওই এলাকায় অবস্থান করছিলেন। আটক যুবককে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলেও জানান ওসি।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, সাব্বিরকে আটকের বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে দেখছে।
বিবার্তা/ইডি/ইফতি