রাজশাহীতে জামায়াত-শিবিরের ১০ কর্মীসহ ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরএমপির মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা ১৩ জন, রাজপাড়া থানা সাতজন, মতিহার থানা ১৭ জন, শাহমখদুম থানা দুইজন এবং ডিবি পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
এদের মধ্যে ১৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, সাতজন মাদক ব্যবসায়ী, পাঁচজন মাদকসেবী ও অন্যান্য মামলার আসামি এবং ১০ জন জামায়াত শিবিরের কর্মী।
গ্রেফতার জামায়াত-শিবিরের কর্মীরা হলেন, নগরীর চর শ্যামপুর এলাকার সুজন (২৭), রানা (৩০) ও আজিজুল হাকিম ওরফে রাজিব (২০), শ্যামপুর মধ্যপাড়া এলাকার ডা. মো. রব্বানী (৬০), কাজলা এলাকার রকি (২২) ও ইউসুফ আলী (৩০), দেওয়ানপাড়া এলাকার রাব্বিল (২২) ও তার ভাই জনি (১৯), একই এলাকার আতিকুল ইসলাম (২৪) এবং নতুন বুধপাড়া এলাকার মিজানুর রহমান (৩২)।
মঙ্গলবার দুপুরে গ্রেফতার সবাইকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিবার্তা/রিমন/নিশি