ফুলবাড়ীতে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন

ফুলবাড়ীতে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৬:১৪:৫৮
ফুলবাড়ীতে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন
ফুলবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
কর্মক্ষেত্রে হয়রানি ও ফোরপি প্রেসক্রিপশন পরিদর্শন বন্ধের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন করেছে ওষুধ বিক্রয় প্রতিনিধিরা। মঙ্গলবার বেলা ১২টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। 
 
ওষুধ বিক্রয় প্রতিনিধিদের সংগঠন ফারিয়ার ফুলবাড়ী শাখার সভাপতি ও অ্যাকমি ফার্মাসিউটিক্যাল লিমিটেডের বিক্রয় প্রতিনিধি মো. জয়নুল আবেদীন মিলন বলেন, ওষুধ শিল্পে কর্মরত সকল প্রতিনিধিদের স্বার্থ সংশ্লিষ্ঠ সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের মাধ্যমে কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ ও ফোরপিসহ সকল এনজিওদের প্রেসক্রিপশন সার্ভে নিষিদ্ধ ঘোষণার দাবিতে এই মানববন্ধনের করা হয়েছে। এতে বক্তব্য দেন- ফারিয়া ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আমানুর রশীদ রঞ্জন, সহ-সভাপতি আব্দুল আজিজ, জিএসকে প্রতিনিধি আব্দুর রউফ, রিফাম ফার্মা প্রতিনিধি তুহিন মণ্ডল, পপুলার ফার্মাসিউটিক্যাল প্রতিনিধি জহুরুল ইসলাম প্রমুখ। 
 
মানববন্ধনে ফুলবাড়ী উপজেলায় কর্মরত ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 
 
বিবার্তা/মেহেদী/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com