যশোরে ট্যাঙ্কলরি চাপায় দুই স্কুলছাত্র নিহত হয় হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর-খুলনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- সাকিল (১৩) ও হিমেল (১২)। এবং আবু সাইদ (১২) নামে অপর স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। সাইদ যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
নিহত হিমেলের বাবা যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামের আব্দুল্লাহ শেখ জানান, তার ছেলে ৭ম শ্রেণির ছাত্র হিমেল ও জিরাট গ্রামের লুৎফর রহমানের ছেলে ৮ম শ্রেণির ছাত্র সাকিল ও কচুয়া গ্রামের রফিক মিয়ার ছেলে ৭ম শ্রেণির ছাত্র আবু সাইদ রূপদিয়া ওয়েলফেয়ার স্কুলে লেখাপড়া করে। দুপুর ১টার দিকে তারা তিনজন একটি মোটরসাইকেলে করে যশোর শহরের দিকে আসছিল। পথিমধ্যে পদ্মবিলা এলাকায় যশোর ট্রেডিংয়ের সামনে পৌঁছলে একটি ট্যাঙ্কলরি (যশোর-ট-১০৪) তাদের চাপা দেয়। এসময় ঘটনাস্থলে সাকিল মারা যায়। গুরুতর আহত অবস্থায় হিমেল এবং সাইদকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসাপাতালের জরুরি বিভাগের ডাক্তার আব্দুল্লাহ আল মামুন জানান, সাকিলকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হিমেল এবং আবু সাইদকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসাপাতালের সার্জারি বিভাগের ডাক্তার মৌরিন জানান, আহত হিমেল ও সাইদ দু’জনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু বিকেল চারটার দিকে তাদের অ্যাম্বুলেন্সে তোলার সময় হিমেলের মৃত্যু হয়। আবু সাইদকে ঢাকায় পাঠানো হয়।
কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, যে ট্যাঙ্কলরি চাপায় দু’স্কুলছাত্র নিহত হয় সেই গাড়িটি হাইওয়ে পুলিশ আটক করেছে।
বিবার্তা/তুহিন/রয়েল