ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাবারের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুল আলম মাসুম জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেকারি, মিষ্টির দোকান ও মুদির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির দায়ে ৪ ব্যবাসয়ীকে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে চরনিখলা এলাকায় সোহাগ বেকারিকে ৫০ হাজার টাকা, মধ্যবাজারের কামাল হোটেলে ২ হাজার টাকা, উত্তমের হোটেলে ১ হাজার টাকা ও রুহুল আমীনের মুদি দোকানের ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে অংশ নেন ময়মনসিংহ ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা, উপজেলা সেনিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার প্রমুখ।
বিবার্তা/আনোয়ার/রয়েল