যশোরে নিখোঁজ তিনজন বাড়ি ফিরেছেন

যশোরে নিখোঁজ তিনজন বাড়ি ফিরেছেন
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ২১:০০:২৪
যশোরে নিখোঁজ তিনজন বাড়ি ফিরেছেন
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
যশোরে নিখোঁজ তিন ব্যক্তি বাড়ি ফিরে এসেছেন। সোমবার সন্ধ্যার পর তাঁরা বাড়ি ফেরেন।
 
ফিরে আসা তিনজন হলেন, রাব্বির গ্রাম যশোরের কিসমত নওয়াপাড়া এলাকার যুব উন্নয়ন মসজিদের ইমাম মো. ওবায়দুল্লাহ (২০) ও একই এলাকার তৈয়বুর রহমান ওরফে সুমন (২৫) এবং নোয়াপাড়া এলাকার মসজিদের ইমাম মো. ইয়াহিয়া।
 
নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে নিহত জঙ্গি যশোরের ফজলে রাব্বির সঙ্গে এ তিনজনের ঘনিষ্টতা ছিল বলে জানা যায়। তাঁদের একজনের পরিবারের ভাষ্য, পুলিশ আটকে রেখে তাঁদের জিজ্ঞাসাবাদ করেছে। তবে পুলিশ বিষয়টি অস্বীকার করেছে।
 
তিনজনেরই পরিবারের দাবি পুলিশ পরিচয়ে তাঁদের তুলে নেয়া হয়। গত ২৮ আগস্ট দুপুরে মাদ্রাসায় কর্মরত অবস্থায় সাদা পোশাকে দুজন ইয়াহিয়াকে তুলে নিয়ে যায়। এর তিন দিন পর ৩১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে ওবায়দুল্লাহ ও তৈয়বুরকে একইভাবে তুলে নেয়া হয়।
 
বাড়ি ফেরা তিনজনের একজনের পরিবার মঙ্গলবার জানায়, ডিবি পুলিশের হেফাজতে পুলিশ লাইনের ভেতরে আটকে রেখে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে নিহত জঙ্গি রাব্বির সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে বারবার জানতে চাওয়া হয়েছে। 
 
জিজ্ঞাসাবাদের পর তাঁদের যশোর পুলিশ লাইনসের সামনে ছেড়ে দেয়া হয়। সেখান থেকে তাঁরা বাড়িতে চলে আসেন।
 
এ ব্যাপারে পুলিশের গোয়েন্দা শাখা যশোরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক সাংবাদিকদের বলেন, ডিবি কার্যালয়ে কেউ আটক ছিল না। কোথায় ছিল আমার জানা নেই।
 
বিবার্তা/তুহিন/কাফী
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com