খুলনায় ফাঁকা গুলি ছুড়ে সিকদার সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ ১১ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১০টার দিকে টিবি ক্রস রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সিকদার সাইফুল ইসলাম রাত ১১টা ২১ মিনিটে জানান, রাত ১০টার দিকে স্টেশন রোডের শিকদার অ্যান্ড সন্স নামে দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে নগরীর টিবি ক্রস রোডে নিজের বাসার উদ্দেশ্যে রওনা হন।
বাসার কাছাকাছি পৌঁছালে দু’দিক দিয়ে দু’টি মোটর সাইকেলে তাকে অবরুদ্ধ করে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়তে থাকে। এসময় তার ছোটভাই কামাল হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে, তিনি নিচে বসে পড়লে গুলিটি তার মাথার উপর দিয়ে চলে যায়। তারা আতঙ্কিত হয়ে পড়লে হাতে থাকা একটি কালো ব্যাগ ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ব্যাগে দুই লাখ ১১ হাজার টাকা ও দু’টি চেক ছিলো বলে জানান তিনি।
তিনি বলেন, এ বিষয়ে থানায় জিডি করছি।
সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, টাকা ছিনতাইয়ের ঘটনাটি জানা গেছে। তবে কোনো গুলির শব্দ বা প্রমাণ মেলেনি।
বিবার্তা/ইডি/ইফতি