দিনাজপুরে ট্রেন দুর্ঘটনার সাড়ে আট ঘণ্টার পর দিনাজপুর-পার্বতীপুর সড়কে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
দিনাজপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আব্দুল হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার প্রক্রিয়া শেষে রাত সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে।
এদিন বিকেলে দিনাজপুর চিরিরবন্দর উপজেলা ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় পাথর বোঝাই গ্যাংকার ইঞ্জিন ও রেল বোঝাই ডিপ ট্রলির মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিন লাইনচ্যূত হয়ে পাশের জমিতে পড়ে যায়। এ ঘটনায় দিনাজপুর-পার্বতীপুর সড়কে রেল চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় গ্যাংকার ইঞ্জিনের চালক জাহাঙ্গীর হোসেন (৪০) গুরুত্বর আহত হন।
বিবার্তা/ইডি/ইফতি