কুষ্টিয়ায় শিশু অর্পা রানী পালকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অসামি তপন কুমার পালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার বেলা পৌনে ১২টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক রেজা মো. আলমগীর হোসেন আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি শহরের আড়ুয়াপাড়ার রবীন্দ্রনাথ কুমার পালের ছেলে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৮শে মার্চ (শুক্রবার) বিকেল সাড়ে ৫টার দিকে অর্পা রানী পাল বাড়ির বাইরে যায়। পরে শনিবার রাতে পাশের বাড়ির এক মহিলা টয়েলেটের ভিতরে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরে অর্পার বাবা স্বপন কুমার পাল কুষ্টিয়া থানায় একটি মামলা করেন। এ ঘটনায় পুলিশ প্রতিবেশী রবীন্দ্রনাথ কুমার পালের ছেলে তপন কুমার পালকে আটক করে। জিজ্ঞাসাবাদে অর্পাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে তপন। পরে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। ৭ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে ২ বছর পর আজ (বুধবার) মামলার রায় দেন বিচারক।
বিবার্তা/শরীফুল/নাজিম