বাহুবলে ৪ শিশু হত্যা: চার্জশিট গঠন

বাহুবলে ৪ শিশু হত্যা: চার্জশিট গঠন
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৪:১২:০৮
বাহুবলে ৪ শিশু হত্যা: চার্জশিট গঠন
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
বুধবার দুপুর ১টায় হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাব উল্লাহর আদালতে বাহুবলের সুন্দ্রাটিকি চাঞ্চল্যকর গ্রামের আলোচিত চার শিশু হত্যামামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
 
মামলার অন্যতম আসামি বাচ্চু বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় এবং তিন আসামি উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়া পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই এ চার্জ গঠন হয়। তবে এ চার্জ গঠনকালে মামলার প্রধান আসামি আব্দুল আলী বাগাল, তার ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া ও ভাতিজা আরজু মিয়া এবং সাহেদ আলী ওরফে সায়েদ আলীকে আদালতে কড়া নিরাপত্তার মাধ্যমে উপস্থিত করানো হয়।
 
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান ও গিয়াস উদ্দিন চৌধুরী বকুল এ মামলার আসামি আরজু মিয়ার জামিন আবেদন করলে আদালত না মঞ্জুর করে এ চার্জ গঠন করেন এবং সাক্ষ গ্রহণের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়। এ ছাড়াও মামলার বিচার কার্যক্রম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালেই চলবে বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পিপি আবুল হাশেম মোল্লা মাছুম।
 
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। ১৭ ফেব্রুয়ারি বাড়ির অদূরে ইছার বিল থেকে মাটিচাপা দেয়া অবস্থায় তাদের লাশ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায়  মামলায় তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা।
 
বিবার্তা/জেমি/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com