নাটোরের সিংড়া উপজেলায় মিম (১৩) নামে স্কুলছাত্রী বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে। বুধবার বিকেলে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের রথপাড়া গ্রামে বাল্যবিবাহের আয়োজন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমানের হস্তক্ষেপে ওই স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করা হয়।
মিম রথপাড়া গ্রামের ফজলার রহমানের মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
ইউএনও সাদেকুর রহমান জানান, উপজেলার মানুষের সুবিধার্থে ব্যবহৃত হটলাইনে (০১৫১১-০১০২০৩) স্থানীয় এলাকাবাসী বাল্যবিবাহের অভিযোগ দেন। অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেয়া হয়।
এসময় বিয়ের আয়োজন করায় মেয়ের বাবাকে ৭ দিনের বিনাশ্রম কারাণ্ডের সাজা ও ১৮ বছর হওয়ার আগে মেয়ের বিয়ে দিতে পারবে না মর্মে তার কাছ থেকে মুচলেকা নেয়া হয়।
বিবার্তা/রাজু/রয়েল