পবিত্র ঈদুল আযহার ৫ দিন বাকি থাকলেও এখনও জমে উঠেনি দিনাজপুরের ফুলবাড়ীর কোরবানীর পশুর হাট। ঈদকে সামনে রেখে পশুর হাটগুলোতে বিপুল সংখ্যক দেশীয় গরু আসলেও। ক্রেতা সমাগম খুব কম। ফলে গরু বেপারীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
উপজেলার ফুলবাড়ী পৌরসভাসহ আমডুঙ্গির হাট, বারাই হাট, আটপুকুর হাট ও মাদিলাহাট সরেজমিন ঘুরে এমন তথ্য জানা গেছে।
আটপুকুর হাটের গরুর বেপারী আব্দুল গফুর বলেন, এবারের হাটে ভারতীয় গরু না আসায় ভাবছিলাম বেশ ভালো দাম পামু। কিন্তু এহনতো দেহি কাস্টমারই নাই। কি করমু রিস্ক নিয়া লাভ নাই। তাই কম দামে গরু বেইচ্চা দিতাছি।
ফুলবাড়ীর আমডুঙ্গির হাট ইজারাদার আবুল হাসান জানান, হাটে এবার প্রচুর দেশী গরু এসেছে। তবে সেই পরিমাণ বেচা-কেনা নেই। তাই বেপারীদের মধ্যে হতাশা কাজ করছে। আশা করছি, দুই-একদিনের মধ্যে ক্রেতা সমাগম হবে।
ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল কোরবান আলী বলেন, সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করায় ভারতীয় গরু পার হতে পারেনি। তাই হাটগুলোতে প্রচুর পরিমাণে দেশী গরু আসছে। তবে এখনও হাটগুলো তেমন জমে উঠেনি। আশা করছি আগামীকাল থেকে হাট জমে উঠবে।
বিবার্তা/মেহেদী/নাজিম