লালমনিরহাটের কালিগঞ্জে ঐতিহ্যবাহী কাকিনা উত্তরবাংলা কলেজকে ডিজিটাল সিস্টেমের আওতায় নিয়ে আসা হয়েছে। বুধবার সকালে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।
এখন থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে কলেজের দুই শতাধিক শিক্ষক-কর্মচারীর আগমন ও প্রস্থানের ডিজিটাল রেকর্ড সংরক্ষিত হবে। এতে উপকৃত হবে কলেজের ছয় সহস্রাধিক শিক্ষার্থী।
এদিকে কলেজটির নিরাপত্তা নিশ্চিতকরণে ২৪ ঘন্টা নজরদারির জন্য ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ১৬টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এতে শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়েও জানা যাবে এবং এর মাধ্যমে শ্রেণিশিক্ষকদের ক্লাস মনিটরিং করা হবে।
পরে কলেজের গুরু নানক লাইব্রেরির হলরুমে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি নজরুল হক মতির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ এএসএম মনওয়ারুল ইসলাম ,কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আলম, বীর মুক্তিযোদ্ধা এসএম শফিকুল ইসলাম। সভায় কলেজের সকল শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
বিবার্তা/জিন্না/নাজিম