নোয়াখালীতে স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত

নোয়াখালীতে স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৬:৩১
নোয়াখালীতে স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার পেশকারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি। তার পরিবর্তে বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ওবায়দুল হক বিএসসিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের দায়িত্ব দেয়া হয়েছে। বুধবার বিকেলে বিদ্যালয় পরিচালনা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পেশকারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনের বিরুদ্ধে বিদ্যালয়ে অনুপস্থিত, টাকা আত্মসাৎ ও একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগে বিদ্যালয় পরিচালনা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
 
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু বক্কর ছিদ্দিক বাহারের সভাপতিত্বে সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রেজাউল হক লোকমান, জাকির হোসেন, সাহাব উদ্দিন, নাজিম উদ্দিন চৌধুরী, দাতা সদস্য শাহ আলম, সহকারী প্রধান শিক্ষক আজম নুর ইসলাম, শিক্ষক মাওলানা মো. ইয়াছিন, সাহাব বিএসসি, ওবায়দুল হক বিএসসি, আমেনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
উল্লেখ্য, গত রবিবার পেশকাহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, স্কুলের টাকা আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ উঠায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করে। এসময় স্কুল ম্যানেজিং কমিটি রবিবার সন্ধ্যায় এলাকায় মাইকিং করে অভিভাবক সমাবেশ ডাকে। সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে উক্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগেও প্রধান শিক্ষক জসিম উদ্দিনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠায় ম্যানেজিং কমিটির সদস্যরা উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে বিষয়টি অবহিত করেন।
 
বিবার্তা/সুমন/নাজিম
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com