লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মেয়াদ উত্তীর্ণ খাবার রাখা ও বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায় এ আদেশ দেন।
ইউএনও শিল্পী রানী রায় বলেন, বিকেলে পৌর শহরের গাজী মার্কেট সংলগ্ন মুড়িহাটায় অভিযান চালানো হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ খাবার রাখা ও বিক্রির দায়ে মেসার্স বনিক স্টোরের মালিক গোপাল বনিককে ১০ হাজার টাকা, মেসার্স মা স্টোরের মালিক সেলিম মিয়াকে ১০ হাজার টাকা, সবুজ স্টোরের মালিক রাশেদ ভূঁইয়াকে দুই হাজার টাকা ও বাবুল স্টোরের মালিক বাবুল হোসেনকে আট হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।
বিবার্তা/নাজিম/লিয়ন