সুন্দরবনের ২ দস্যু বাহিনীর আত্মসমর্পণ বৃহস্পতিবার

সুন্দরবনের ২ দস্যু বাহিনীর আত্মসমর্পণ বৃহস্পতিবার
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৩৭:৪৫
সুন্দরবনের ২ দস্যু বাহিনীর আত্মসমর্পণ বৃহস্পতিবার
বরগুনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
সুন্দরবনের দস্যু শান্ত ও আলম বাহিনীর প্রধানসহ তার সহযোগীরা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ র‌্যাবের কাছে আত্মসমর্পণ করবে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) এর বরিশাল সদর দফতরে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করার কথা রয়েছে তাদের।
 
র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান এ তথ্য জানান।
 
তিনি জানান, সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় দস্যু শান্ত ও আলম বাহিনীর প্রধানসহ দস্যুরা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করে।
 
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বরিশাল র‌্যাব-৮ এর সদর দফতরে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ উপস্থিত থাকবেন।
 
বিবার্তা/ইডি/ইফতি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com