বগুড়ার ধুনটে স্ত্রী নির্যাতনের অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিনহাজ উদ্দিন মিঠুকে (৪০) আটক করেছে পুলিশ। বুধবার বিকালে মাটিকোড়া গ্রামের বাড়ি থেকে আটক করা হয় তাকে। এর আগে তার স্ত্রী থানায় লিখিত অভিযোগ করেন।
২০১২ সালে পার্শ্ববর্তী চালাপাড়া গ্রামে বিয়ে করেন মিনহাজ। তার সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। অভিযোগ মোতাবেক, দুই বছর আগে তার স্ত্রী বাবার বাড়ি থেকে ৯ শতক জমি পায়। মিঠু ওই জমি বিক্রি করতে স্ত্রীকে চাপ দিতে থাকে। রাজি না হওয়ায় তিনি স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান। এতে বাধ্য হয়ে মিঠুর বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ জানান তার স্ত্রী।
ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান, স্ত্রী নির্যাতনের অভিযোগে মিঠু নামের এক যুবককে আটক করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/ইডি/ইফতি