রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১২টার দিকে উপজেলার বানেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন- উপজেলার শিবপুর গ্রামের আনসার আলীর ছেলে আনিসুর রহমান (২৮) ও পাবনার ঈশ্বরদী উপজেলার আওপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে হাফিজুর রহমান (২৯)।
পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান জানান, বানেশ্বর এলাকায় সোলার বিদ্যুতের কাজ করার সময় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিবার্তা/রিমন/নাজিম