রাজশাহীতে ১০ জামায়াত-শিবিরকর্মীসহ গ্রেফতার ৪০

রাজশাহীতে ১০ জামায়াত-শিবিরকর্মীসহ গ্রেফতার ৪০
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০৭:৩৯
রাজশাহীতে ১০ জামায়াত-শিবিরকর্মীসহ গ্রেফতার ৪০
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+
রাজশাহীতে জামায়াত-শিবিরের ১০ কর্মীসহ ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানে বেশকিছু মাদকদ্রব্যও উদ্ধার করা হয়। 
 
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা নয়জন, রাজপাড়া থানা আটজন, মতিহার থানা ২০ জন, শাহমখদুম থানা দুইজন এবং মহানগর ডিবি পুলিশ একজনকে গ্রেফতার করে। এদের মধ্যে ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, পাঁচজন মাদক ব্যবসায়ী, ছয়জন মাদকসেবী এবং ১০ জন জামায়াত-শিবির কর্মী।
 
গ্রেফতার জামায়াত-শিবিরের কর্মীরা হলেন- নগরীর নতুন বুধপাড়া এলাকার জাহিদ হাসান (২৩), তৌহিদ (৪৭), বাবুল আহম্মদ ওরফে ফিরোজ (২৩) ও শুকুর আলী (২৫), চর সাতবাড়িয়া এলাকার হাসান আলী (২৮) ও তার ভাই হোসাইন আলী (২৩), ডাসমারী এলাকার ফরিদুল ইসলাম ওরফে তরিকুল (৫৫), শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার জেবর আলী (৩৫), মৌলভি বুধপাড়া এলাকার সানাউল্লাহ (৫০), শ্যামপুর মধ্যপাড়া এলাকার শাহাবুল আলম (৪৪)।
 
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ইফতে খায়ের আলম।
 
বিবার্তা/রিমন/নাজিম
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com