পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকায় মিম (৯) নামে এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।
কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ জানান, মিমের মা লাইলী বেগম সকালে বাজার করার জন্য বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর তিনি ঘরে এসে মিমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন।
বিবার্তা/উত্তম/নাজিম