ময়মনসিংহের ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রধান অনুষ্ঠান মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে ও ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিং বিভাগের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম (বিপি এম পি পিএম), উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জয়নাল আবদীন, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আব্দুল লতিফ, উপজেলা নির্বাহি অফিসার আবু জাফর রিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সেলিমুল হক তরফদার, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায়, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, ত্রিশাল প্রেসক্লাবের সহসভাপতি হোসাইন শাহীদ প্রমুখ।
উপজেলা বিভিন্ন কলেজ মাদ্রাসা থেকে ৪৫ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
বিবার্তা/নোমান/জিয়া