শত্রুতার জের ধরে বরিশালের মুলাদী উপজেলায় আনিস হাওলাদার (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আনিস উপজেলার উত্তর বালিয়াতলীর ছবিপুরের মৃত মোতালেব হোসেনের ছেলে।
এর আগে দুপুর আড়াইটায় নিজ এলাকায় প্রতিপক্ষের হামলার শিকার হন তিনি।
মুলাদী থানার ওসি মতিয়ার রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে নিহতের পরিবারের সদস্যরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
বিবার্তা/ইডি/ইফতি