কাউখালীতে আমন চারার বাজার জমজমাট

কাউখালীতে আমন চারার বাজার জমজমাট
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৩:১৭:১০
কাউখালীতে আমন চারার বাজার জমজমাট
সৈয়দ বশির আহম্মেদ, কাউখালী
প্রিন্ট অ-অ+
উপকূলে এখন চলছে আমন আবাদের মৌসুম। অথচ চলতি বর্ষা মৌসুমের শুরু থেকে টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ায় আমনের চারা নষ্ট হয়ে গেছে।
 
তাই বিকল্প হিসেবে পিরোজপুরের কাউখালীতে জমে উঠেছে আমন চারার বিক্রির ভাসমান বাজার। কাউখালী শহরের দক্ষিণ বন্দর এলাকার চিরাপাড়া সেতুর কাছে সন্ধ্যা নদীর পাড়ে সপ্তাহের শুক্রবার ও সোমবার দুদিন বসছে আমন চারার হাট। কৃষকরা ছুটছেন ওই ভাসমান চারার হাটে। 
 
কাউখালী অন্য এলাকার তুলনায় উঁচু বলে জলাবদ্ধতা তেমন নেই। ফলে বীজতলা নষ্ট হয়নি। এ কারণে অন্য এলাকার কৃষক আমন চারার সংকট কাটাতে কাউখালীর এ ভাসমান হাটে আসছেন। জানা গেছে, এখানে পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি ও বাগেহাটের কৃষক চারা কিনতে আসছেন। 
 
কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ বলেন, এবার উপকূলীয় অঞ্চলে আমন চারার সংকট চলছে। তবে কাউখালীতে এ সংকট নেই। এখানে এবার ভাল বীজ উৎপাদন করেছেন কৃষক। তাছাড়া এখানে বাণিজ্যিকভাবেই কৃষক আমন চারা উৎপাদন করছেন। ফলে কাউখালীতে গড়ে উঠেছে আমন ধান চারার ভাসমান বাজার।
 
বিবার্তা/সৈয়দ বশির/নাজিম
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com