ঈদুল ফিতরের ন্যায় এবারও ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত ঘরমুখো যাত্রীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নীলফামারীর ডোমার থানা পুলিশ। এছাড়া রাতে দূরপাল্লার গাড়িতে যেসব যাত্রী ডোমারে নামবেন তাদের জন্য একটি বিশ্রামগারের ব্যবস্থাও করা হয়েছে।
সকাল হওয়ার পর যাত্রীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে নিজ বাসভবনে যেতে পারেন এই চিন্তা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর ডোমার থানার ওসি আহমেদ রাজিউর রহমান।
শনিবার সকালে আহমেদ রাজিউর রহমান জানান, ডোমার উপজেলা থেকে যেসকল ঢাকা, কুমিল্লা, চট্রগ্রাম, নারায়ণগঞ্জ, সায়েদাবাদ চলাচলকৃত কোচ কাউন্টারের এজেন্ট রয়েছে তারা সহ ডোমার মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে মতবিনিময়ের মাধ্যমে এই বিশেষ ব্যবস্থার করা হয়।
ওসি বলেন, মতবিনিময়ে ঈদে ঘরে ফেরা মানুষের যাতায়াতকে নিরপাদ করতে সড়ক পথে চুরি, ডাকাতি, ছিনতাই, পকেটমার, মলম পার্টি ও অজ্ঞান পার্টির দৌড়াত্ত্ব রোধে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়।
তিনি বলেন, ভোর রাতে যেসব যাত্রী ডোমারে এসে নামবেন তারা যাতে সেসময় বাড়ির পথে না গিয়ে সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন তার জন্যই এই বিশ্রামগারের ব্যবস্থা করা হয়েছে। সেখানে যাত্রীরা সকল প্রকার সুযোগ সুবিধা পাবেন। থাকবে পুলিশি পাহারা। ডোমারে ভোর রাতে যেসব যাত্রী নামবেন তাদের স্ব স্ব কোচ কাউন্টার এজেন্টরা বিশ্রামাগারে নিয়ে পৌছে দেবেন।
এছাড়া কোনো যাত্রী যদি সমস্যার সম্মুখীন হন তাহলে ডোমার থানার মোবাইল নম্বরে ০১৭১৩-৩৩৭৯১৩ সরাসরি অভিযোগ করতে পারবেন।
বিবার্তা/সুমন/নিশি